ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে ধর্ষণ মামলার মূল আসামি সোহেল রোজারিও গ্রেফতার

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ১০:৫০ এএম, ২০ অক্টোবর ২০২৫

অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাভারে ধর্ষণের ঘটনার মূল আসামি সোহেল রোজারিও। এর আগে গ্রেফতার হওয়া তার অন্যতম সহযোগী মিঠু বিশ্বাসকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন। এর আগে রোববার রাত দেড় টায় গাজীপুর কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে গা ঢাকা দেন ঘটনার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও। এরপর উন্নত প্রযুক্তির সহযোগিতায় তাকে ধরতে মাঠে নামে পুলিশ। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একাধিক টিম। পরে রাতে সেখানকার একটি বাড়ি থেকে সোহেল রোজারিওকে গ্রেফতার করে।

আরও পড়ুন-
সাভারে তরুণীকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন বলেন, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্তসহ অন্য দুই আসামি পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে এবং তার সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এমএস