নাটোরে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় সিংড়া পৌর এলাকার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠুন আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পেট্রোবাংলা এলাকার মৃত নাসির উদ্দিনের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও মাহমুদুল ইসলাম নিক্সনের মধ্যে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মিটাতে বড় ভাই মমিনুল ইসলাম নিশানের শ্যালক মিঠুন আলী দুপুরে তাদের বাড়িতে যান। এ সময় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
ওসি মো. মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাহমুদুল ইসলাম নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রেজাউল করিম রেজা/এনএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন