ভৈরব নদে গোসলে নেমে দুই যুবক নিখোঁজ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে গিয়ে দুই যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্লুইস গেটে স্রোতের পানিতে তারা হারিয়ে যায়।
নিখোঁজ দুজন হচ্ছেন- মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির হোসেন (২০) এবং তার চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন (১৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব নদের রসিকপুর স্লুইস গেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যায়। তানভির ও কৌশিকও গোসল করছিলেন। এক পর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভির এগিয়ে যান। এসময় দুজনই স্রোতের টানে হারিয়ে যান।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল জানান, স্থানীয়ভাবে তাদের খোঁজা হচ্ছে। তবে জেলার ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি দলের সদস্যদের ডাকা হয়েছে। সন্ধ্যার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করবেন।
আসিফ ইকবাল/এনএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন