লালমনিরহাটে আওয়ামী লীগ-জাপার পদ থেকে ৫৬ নেতার পদত্যাগ
লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) সমর্থিত ৫৬ জন সাবেক ও বর্তমান ইউপি সদস্য নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই গণপদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি সদস্য রয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুল হক।
এতে দলীয় পদ থেকে পদত্যাগের পটভূমি তুলে ধরে বক্তব্য দেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী সরকার, হারাটি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুল ইসলাম, রাজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং খুনিয়াগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাল মিয়া।
শাহাবুল হক বলেন, বর্তমানে দেশের যে অবস্থা, রাজনৈতিক পরিবেশসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পরস্পর আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, নিজ নিজ রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ও জাতীয় পার্টির) সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই সিদ্ধান্তের আলোকে দলীয় পদ থেকে গণপদত্যাগের ঘোষণা দিলাম।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ করেছি, জাতীয় পার্টি করছি। বিভিন্ন জায়গায় দলীয় কাজে গিয়েছিলাম বলে মামলা হয়েছে। আর যাতে এ ধরনের কোনো কর্মকাণ্ড না হয় এবং দেশের বর্তমান পরিস্থিতি ভালো না, যার কারণে দলীয় কার্যক্রম থেকে সরে আসলাম। পরিস্থিতি বিবেচনা করে কোন দলে যোগদান করি সেটা পরে ভাববো।
খুনিয়াগাছ ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লাল মিয়া বলেন, দেশের বর্তমান যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদের নামে মামলা হচ্ছে, হামলা হচ্ছে। এই চিন্তা-ভাবনা করে দল থেকে সরে এসেছি। তবে কোনো দলে যোগদান করিনি। কোথায় যাব বা না যাব, সে সিদ্ধান্ত পরে নেব। সামনে আবার নির্বাচন করব, ওয়ার্ডের মানুষের পাশে থাকব। কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এজন্যই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।
উল্লেখ্য, লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের সদস্যরা এই পদত্যাগে অংশ নেন। শুধু বড়বাড়ি ইউপির চেয়ারম্যান ও সদস্যরা বিএনপি সমর্থিত হওয়ায় তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
মহেন্দ্রনগর ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল বলেন, ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যরা একটি অনুষ্ঠান করার জন্য অনুমতি চেয়েছিলেন। পরে আমি জানতে পেরেছি, সদরের ৮টি ইউপির দলীয় সমর্থিত সদস্যরা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মহসীন ইসলাম শাওন/এনএইচআর/এমএস