দল ছাড়ার ঘোষণা
বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের ৩ নেতার সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের তিন নেতা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার পুরাতন মুকসুদপুর এলাকায় বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শওকত শেখ এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রনি কাজী।
সংবাদ সম্মেলনে তিনজনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন আতিয়ার রহমান।
তিনি বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।‘
এক প্রশ্নের জবাবে তারা জানান, আওয়ামী লীগ ছাড়তে কোনো ধরনের চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে আমরা একমত নই, সেই কারণেই স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান বলেন, ‘৫ আগস্টের পর থেকেই মুকসুদপুরের অনেক আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিচ্ছেন। নতুন করে যে তিনজন নেতা যোগদান করেছেন, তাদের আমরা স্বাগতম জানাই।’
এএইচ/এসআর/এএসএম