ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বসতঘরে মিললো ৭ হাজার ৮৮০ পিস ইয়াবা

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৯:২২ পিএম, ২১ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে সাত হাজার ৮৮০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পৌর শহরের পঞ্চবটি এলাকার রেলওয়ে কলোনি (সুইপার কলোনি সংলগ্ন) বসতঘর থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।

আটক নারীর নাম স্মৃতি মনি (২৫)। তিনি ভৈরব থানার পঞ্চবটি এলাকার মৃত সিরাজ মিয়ার মেয়ে।

কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানে বসতবাড়ি থেকে মাদকসহ ওই নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভৈরব থানায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

রাজীবুল হাসান/এসআর/এমএস