চাঁদপুরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এর ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, আমি এ উপজেলায় যোগদানের পর একদিনের জন্যও এ চেয়ারম্যানকে উপজেলায় পাইনি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
তিনি উপজেলা পরিষদের তিনটি সভায় পর পর অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি বলেন, ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থাকার পরও তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক প্রেরিত সব ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতিবেদনে তিনি কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন বলে প্রতীয়মান ছিল।
তিনি আরও বলেন, সর্বশেষ মাসিক মিটিংয়ের দিনে তিনি অসুস্থ থাকায় প্যানেল চেয়ারম্যানকে সভায় পাঠালে অজ্ঞাত কারণে তাকে মিটিং থেকে বের করে দেয়া হয়েছে। যা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া তাকে অপসারণের পূর্বে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি।
শরীফুল ইসলাম/আরএইচ/এমএস