ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাজার জিয়ারতের মধ্যদিয়ে প্রচারণা শুরু সাবেক মেয়র আরিফুলের

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২২ অক্টোবর ২০২৫

মাজার জিয়ারতের মধ্যদিয়ে সিলেট-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (২২ অক্টোবর) যোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী যাত্রার সূচনা করেন তিনি। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে আমি সিলেট-১ আসনে একজন প্রার্থী হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন চাই। সামনে দলীয় মনোনয়ন বোর্ডে যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী আমার যোগ্যতা ও কাজের মূল্যায়ন হয়, সেটাই আশা করছি।

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমি আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের সামনে নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করছি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পেলে জনগণের পাশে থেকে কাজ করবো।

পরে দরগাহ এলাকায় ব্যবসায়ী ও দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট চান।

আহমেদ জামিল/আরএইচ/জিকেএস