ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবরা স্টেশন থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ছাড়ার পরই এ ঘটনা ঘটে।

নিহত শাকিল আহমেদ ফয়সাল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। তিনি এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

গোবরা রেলস্টেশন ম্যানেজার রত্না বেদ্য জানান, সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এএইচ/এমএস