কুড়িগ্রামে জামায়াতের অমুসলিম সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতে ইসলামীর অমুসলিম সহযোগী সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওদাবস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নবকুমার বর্মন, সুরেশ চন্দ্র, তিলক চন্দ্র সরকার, অসীম রায় চন্দ্রসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে সবচেয়ে বেশি অবহেলিত সনাতন ধর্মাবলম্বী। সুযোগ পেলে সর্বপ্রথম এই অবহেলাকে সম্মানে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।’
আলোচনায় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের শপথের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
রোকনুজজামান মানু/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি