ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকাস্থ তাড়াশ সমিতির উদ্যোগে ইফতার

প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২০ জুন ২০১৬

ঢাকাস্থ তাড়াশ উপজেলা সমিতির ইফতার, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং তাড়াশের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে (হোটেল স্টার কাবাব-ধানমন্ডি) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি গাজী ম.ম আমজাদ হোসেন মিলন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সচিব আবদুস সালাম, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল হক, নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ হেল বাকী, আব্বাসুজ্জামান আব্বাস, বাবুল শেখ, আবদুল কুদ্দুস, সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা আজিম হায়দার প্রমুখ।

অনুষ্ঠানে ১০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
 
এএ/এসকেডি