ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২১ জুন ২০১৬

সাভারে মায়ের সামনে স্মৃতি বেগম (১৯) নামের এক মেয়েকে ধর্ষণের চেষ্টা ও পাশবিক নির্যাতন চালিয়েছে বখাটেরা। এসময় মা বাধা দিতে গেলে বখাটেরা তাকেও পিটিয়ে আহত করে।

সোমবার রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিত স্মৃতির মা জানান, কাউন্দিয়ায় মেয়ে ও মেয়েজামাইকে নিয়ে আলাউদ্দিনের বাড়ি তারা ভাড়া থাকেন। তবে মেয়েজামাই বেশির ভাগ সময়ই বাড়ির বাইরে থাকে। এ সুযোগে সোমবার রাতে ওই এলাকার আসাদ, রনি, জাফর ও হোসেন নামের চার বখাটে বাড়িতে প্রবেশ করে। এসময় বখাটেরা তার সামনেই স্মৃতিকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা মেয়ের শরীরে আঘাত ও পাশবিক নির্যাতন চালায়। এসময় তিনি বাধা দিতে গেলে বখাটেরা তাকেও পিটিয়ে আহত করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ভিকটিমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

আল-মামুন/এএইচ/আরআইপি