ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় কোটি টাকার ভারতীয় থ্রি-পিস আটক

প্রকাশিত: ১২:১৭ পিএম, ২১ জুন ২০১৬

মাগুরা শহরের সদর হাসপাতালের সামনের সড়ক থেকে প্রায় কোটি টাকা মূল্যে ভারতীয় থ্রি-পিসবোঝাই একটি ট্রাক আটক করেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জাগো নিউজকে জানায়, সোমবার বিকেলে চালক যাত্রী ছাড়া ট্রাকটি সন্দেহজনকভাবে সদর হাসপাতাল ও র্ভিটিআই এর মধ্যেকার সড়কে অবস্থান করছিল। পুলিশ ট্রাকটির উপর নজর রাখে। কোনো মালিক বা চালক না পেয়ে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে যায়।

মঙ্গলবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকে থাকা বড় বড় কাঠের বাক্স খুলে তল্লাশি চালায়। এসময় দুই হাজার ৯০০ পিস ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) কোরো দাবিদার পাওয়া যায়নি। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরাফাত হোসেন/এআরএ/এমএস