রাজবাড়ীর খানমান পাতা যাচ্ছে যশোর ও রাজশাহী
দেখতে অনেকটা কচু গাছের মতো। আবার লোকমুখে কথিত আছে-এটা নাকি ঔষধি গুণ সম্পন্ন। যা কালোজিরা দিয়ে ভর্তা করে, তেলে ভেজে ও রান্না করে খেলে বাতের ব্যথা, শরীরের বিশ ব্যথার মতো রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
মূল্যবান এ থানমান পাতা রাস্তার ঢাল, বাড়ির চারপাশের পরিত্যক্ত স্থান, পুকুরপাড় কিংবা রেললাইনের পাশসহ বিভিন্ন স্থানে পাওয়া যায়। তবে এর সঙ্গে বেশির ভাগ মানুষই অপরিচিত। কিন্তু নামকরণ নিয়ে রয়েছে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে বলেন, বিশ কচু, কেউ বলেন, গ্যাটকুন আবার কেউ বলেন থানমান পাতা। 
এ গাছের পাতা রাজবাড়ী জেলা শহরের রেলওয়ে এলাকার কিছু লোক কাজ না থাকলে অবসরে সংগ্রহ করতে বেড়িয়ে পড়েন বিভিন্ন এলাকায়। সারাদিনে একজন লোক যা সংগ্রহ করেন তাতে ৭০ থেকে ৮০ আটি হয়। ১৫ থেকে ২০টি ডগা দিয়ে বাঁধা হয় এক আটি। যার প্রতি আটির মূল্যে গড়ে চার টাকা।
এ বিশেষ পাতাই রাজবাড়ী থেকে পাঠানো হচ্ছে-প্রতিদিন যশোর ও রাজশাহী অঞ্চলে। দিন শেষে সব শ্রমিকের সংগ্রহ এক করে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে বিকেলের সাঁটল ট্রেনে পথমে পোড়াদাহ এরপর গন্তব্যে পাঠানো হয়। তবে প্রতিদিন সাড়ে চার শত থেকে পাঁচ শত আটি পাঠানো হয়। 
থানমান পাতার উপকারিতা প্রসঙ্গে শ্রমিক মো. ইউসুফ আলী জানান, আমি গরিব মানুষ লেখাপড়া জানিনা। তবে ছোটবেলা থেকে শুনে এসেছি এ পাতা অনেক উপকারী। কালোজিরা দিয়ে ভর্তা করে খেলে নাকি বিশ ব্যথা, বাতের ব্যথা সেরে যায়। এ পাতা সব সময় পাওয়া যায় না। বছরে জোষ্ঠ্য থেকে ভাদ্র মাস পর্যন্ত এ পাতা বেশি পাওয়া যায়। মাঠে জোন দিয়ে সংসার চালায়, যখন মাঠের কাজ থাকে না তখন এই পাতা সংগ্রহ করে বিক্রি করি। সারাদিনে এসব পাতা সংগ্রহ করে ৩ থেকে ৪ শত টাকা আয় সম্ভব হয়।
শ্রমিক লাল মিয়া জানান, সবাই অর্ধেক দিন ধরে থানমান পাতা যে পরিমাণ সংগ্রহ করেন। আমরা সেগুলো আটি বেঁধে ওই অঞ্চলে পাঠায়। ওখানে কিছু লোক আমাদের কাছ থেকে নগদ অর্থে প্রতিদিন পাতাগুলো কিনে নেয়। কিন্তু সমস্যা হচ্ছে এ পাতাগুলো অহরহ মলে না। রোদে পুরো অনেক কষ্ট করে খুঁজে বের করতে হয়।
রুবেলুর রহমান/এআরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান