ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনা উপমহাদেশের ইতিহাসে শীর্ষ খুনি: রেজাউল করিম

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। তিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের ইতিহাসে শীর্ষ খুনি, ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ। সবচেয়ে ঘৃণিত-অপমানিত নাম হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আয়োজনে আটিয়াতলি আওয়াল মেম্বার বাড়িতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, শেখ হাসিনা আইন করে জাতির পিতা পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ বলেছেন জাতির পিতা ইব্রাহিম (আ.)। আর তিনি আইন করে মূর্তি বানিয়েছে তার বাবা। টেকসই হয়েছে? বরং শেখ মুজিব নিজেও বাকশাল, ৭৪ এর দুর্ভিক্ষ সব ইতিহাস তৈরি করেছে। তা আমরা দেখিনি, নতুন প্রজন্ম দেখেনি ৷

তিনি বলেন, তার মেয়ে এসে দেখিয়ে দিল বাকশাল এবং তার বাবার চরিত্র কেমন ছিল। সে তার থেকেও জঘন্য ছিল। আল্লাহ তাকে ইতিহাসের সবচেয়ে বিকৃত, ঘৃণিত ও অপমানিত করেছেন। তার যে রায় সেটিও বাংলার জমিনে কার্যকর হবে।

এসময় লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব শরীফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/কেএইচকে/এএসএম