দিনদুপুরে শিক্ষার্থীকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনদুপুরে ঘরে ঢুকে শিক্ষার্থীকে জিম্মি করে ১০ ভরি সোনা ও ১০ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাত দল।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। এর আগে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌর ভবন সংলগ্ন এক বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম তমো ইসলাম। সে উপজেলার কাঞ্চন পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে এবং কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
তমো জানায়, তার বাবা আব্দুর রশিদ উপজেলার ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসের ওমেদার। ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। বোনকে নিয়ে তার মা হাসপাতালে চিকিৎসার জন্য যান। তমো তখন ঘরে একাই অবস্থান করছিল। এ সুযোগে ডাকাতদল মুখোশ পরা অবস্থায় পরিকল্পিতভাবে তাদের বাড়ির তিনতলায় প্রবেশ করে। সেখানে কৌশলে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন তারা। পরে তমোর হাত-পা-মুখ বেঁধে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
নাজমুল হুদা/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন