ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়পুরে যুবলীগের কমিটি গঠন

প্রকাশিত: ০৮:২০ এএম, ২৫ জুন ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক মনজুর হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক ইউছুফ আজম সিদ্দিকী ও আবু সাঈদ চৌধুরী শাকিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে নুরুল ইসলাম সাইফুল কবিরাজকে সভাপতি, সুফিয়ান দেওয়ান, খায়রুল আলম স্বপনকে সহ-সভাপতি, রাশেদ হাসান খলিফাকে সাধারণ সম্পাদক, নুরে আলম মাসুদ হাওলাদার, আরিফুর রহমান খানকে যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন ফরাজী ও মনির হোসেন কবিরাজকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

রায়পুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউছুফ আজম সিদ্দিকী বলেন, ৬১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৮ নেতার নাম মনোনীত করে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনকে সুদৃঢ় করতে এ কমিটির নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এসএস/আরআইপি

আরও পড়ুন