ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাঁঠালিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৫ জুন ২০১৬

ঝালকাঠির কাঁঠালিয়া থেকে নীলা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আমুয়া বন্দরে তাদের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে, ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী স্থানীয় হোমিওচিকিৎসক মো. আবদুল্লাহ পলাতক।

পুলিশ জানায়, আমুয়া বন্দরের কেয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় হোমিওচিকিৎসক মো. আবদুল্লাহ তার স্ত্রীকে নিয়ে থাকতেন। শনিবার সকালে ঘরের দরজা খুলে আবদুল্লাহ বের হয়ে যান।

পরে মার্কেটের দ্বিতীয় তলার অন্য বাসিন্দারা ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে নীলা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যু রহস্য উদঘাটন এবং তার স্বামীকে খোঁজা হচ্ছে বলে জানান কাঁঠালিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) মো. জাহিদ হোসেন।
     
আতিকুর রহমান/এসএস/এমএস

আরও পড়ুন