ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০১:৪২ পিএম, ৩০ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা।

নিহতরা হলেন, আলতাফ হোসেন (৫০), এরশাদ আলী (৩৫) ও কুলসুম বেগম (৫০)। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুর মোহাম্মদ মানিক উল্যার সঙ্গে আলতাফ হোসেনের বিরোধ চলে আসছে। তারা চাচাতো ভাই বলে জানা গেছে। রোববার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে নুর মোহাম্মদের পক্ষের এরশাদ ও কুলসুম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে আছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার ও নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।


রকুনুজ্জামান মানু/এফএ