কাহালুতে জিহাদি বইসহ জামায়াতের দুই নেতা গ্রেফতার
বগুড়ার কাহালু উপজেলায় একটি মাদ্রাসা থেকে সরকারবিরোধী লিফলেট ও জিহাদি বইসহ জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সিংগারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪১) ও বগুড়া শহরের মালতিনগরের সোহরাফের ছেলে আব্দুল কাদের ওরফে লেবু (৩৬)।
কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ও সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। তাদের ব্যবহৃত প্রাইভেটকারসহ তল্লাশি করে সরকারবিরোধী আটটি লিফলেট, যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়া জামায়াত নেতাদের ছবিসহ সরকারবিরোধী পাঁচটি বুলেটিং, একটি ইসলামী বিপ্লবের সাধারণ পদ্ধতি বই, দুটি মজলিশে শূরা উদ্বোধনী ভাষণ ও ৯টি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বই।
কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে।
এআরএ/এবিএস