ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৭ জুন ২০১৬

টাঙ্গাইলের কালিহাতীর পালিমা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানায়, ভোরে মানিকের ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পাশের ৯টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tangail-Fire

এদিকে, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন ও কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম ও কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান ও প্রয়োজনীয় টিন সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।  

আরিফ উর রহমান টগর/এসএস/আরআইপি

আরও পড়ুন