ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো খাগড়াছড়ি

প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৭ জুন ২০১৬

আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠলো পাহাড়ি জেলা খাগড়াছড়ি। সোমবার ভোর ৬.২৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ২৫ সেকেন্ডের মতো এ ভূমিকম্প স্থায়ী হয় বলে জানা গেছে।

মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু জানান, ভোরের দিকে ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনিতে তার দোতলা বাড়ি কেঁপে ওঠে। মুহুর্তের মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিযে ঘর থেকে বেরিয়ে আসেন।

প্রাথমিকভাবে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ি বলে জানা গেছে। তবে কোথাও কোনো প্রকার ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এবিএস

আরও পড়ুন