ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপা পৌর মেয়রকে আনসার উল্লাহ বাংলার হত্যার হুমকি

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৭ জুন ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমকে আনসার উল্লাহ বাংলাটিমের নামে টেলিফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে শৈলকুপা থানায় জিডি করেছেন মেয়র কাজী আশরাফুল আজম।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।
 
শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম জানান, রোববার দুপুরে নিজ বাসায় কর্মীদের সঙ্গে আলাপ করার সময় টেলিফোনে আনসার উল্লাহ বাংলাটিমের নামে হুমকি আসে। টেলিফোনে জানানো হয়, পাকিস্তান থেকে আমরা বলছি, ঝিনাইদহে যতই ডিআইজি বা পুলিশ কর্মকর্তারা আসুক কেউ ঠেকাতে পারবে না। আপনি আওয়ামী লীগ করেন, দেশটাকে ইসলামিক রাষ্ট্র বানাতে হবে। তা না হলে আপনাকে আমরা হত্যা করবো। টেলিফোন পেয়েই থানা পুলিশকে অবগত করেন মেয়র।

পুলিশ টেলিফোন নম্বর খতিয়ে দেখাসহ ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মেয়রের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।
 
শৈলকুপা থানা পুলিশের সেকেন্ড অফিসার ও জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল হোসেন জানান, আনসার উল্লাহ বাংলাটিমের নামে ফোনে মেয়রকে হুমকি দেয়া হয়েছে। টেলিফোন নাম্বারসহ সকল বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আহমেদ নাসিম আনসারী/ এমএএস/পিআর