ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে জমে উঠেছে ঈদ বাজার

প্রকাশিত: ০৪:০৯ এএম, ২৮ জুন ২০১৬

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর এ ঈদকে ঘিরে শহরের মার্কেটগুলো শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষের পদচারণায় মুখর। তবে প্রতিটি স্থানেই পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি একটু বেশি।

এসবি ফ্যাশনের মালিক সামাদ বিশ্বাস জানান, তার দোকানে ছোট-বড় ও পুরুষ-নারীদের জন্য সব ধরনের পোশাক, ভ্যানিটি ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট রয়েছে। শিশুদের চাহিদার মধ্যে রয়েছে ভারতীয় পোশাক বজরাঙ্গি ভাইজান, বাজিরাও মাস্তানি, বাহুবলি, আওয়ারা।

মেয়েদের গাউন, ফ্লোরটার্চ, লেহেঙ্গা, স্কার্ট, প্লাজুসেট, টপস ও লং ফোরাগের চাহিদা বেশি। এর পাশাপশি পাঞ্জাবি, ফতুয়া, প্যান্ট রয়েছে পুরুষদের চাহিদার তালিকায়। প্রতি বছরের তুলনায় বিক্রি ভাল হচ্ছে। দাম নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে ক্রেতাদের সঙ্গে।

RAJBARI-EID

রাজবাড়ী বস্ত্র বিতানের মালিক মো. শহিদুল ইসলাম জানান, বাঙালি নারীর ঐতিহ্য হচ্ছে শাড়ি। ঈদকে সামনে রেখে শাড়ি ভালই বিক্রি হচ্ছে। তবে এবারের ঈদে নারীরা সিল্ক, জর্জেট, জামদানি, ধুপিয়ানি শাড়ি কিনছে। এছড়িা দেশি তাঁতের শাড়ি ও জামদানি শাড়ি বেশ চলছে।

পাঞ্জাবি কর্ণারের মালিক নাজির উদ্দিন জানান, ছোট-বড় সবার পছন্দ ও চাহিদা অনুযায়ী পাঞ্জাবি রয়েছে তার দোকানে। তবে গত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি বেশি হচ্ছে। দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে হওয়াতে বিক্রি ভাল হচ্ছে। এর পাশাপশি ছেলে মেয়েদের ওড়না ও পাজামা রয়েছে তার দোকানে।

জামান ফ্রেবিক্সের মালিক মনিরুজ্জমান মনির জানান, মেয়ে বা নারীদের কথা মাথায় রেখে মূলত তিনি থ্রিপিস বিক্রি করছেন। ঈদ উপলক্ষে তাদের বিক্রি ভাল। ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা দামের মধ্যে থ্রিপিস বেশি চলছে।

ক্রেতা মাহফুজ মিয়া জানান, পরিবারে বোন, বাবা, ভগ্নিপতি, স্ত্রী ও নিজের কেনাকাটা করে সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে পছন্দ করে মায়ের জন্য শাড়ি কেনার চেষ্টা করছেন। দাম তেমন বেশি নয় মোটামুটি তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে।

ক্রেতা তাসলিমা বেগম জানান, তিনি তার মেয়ের জন্য পোশাক কিনতে এসেছেন। কিন্তু মেয়ের লেহেঙ্গা পছন্দ। অনেক দোকান ঘোরার পরও পছন্দ হচ্ছে না।

RAJBARI-EID

হাবিবুর রহমান নামে এক ক্রেতা জানান, মেয়েদের জন্য কেনাকাটা শেষ। এখন তার স্ত্রীর শাড়ি ও নিজের জন্য লুঙ্গি পাঞ্জাবি কেনার চেষ্টা চলছে। দাম আরেকটু কম হলে ভাল হতো।

রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক ও কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জকির হোসেন জানান, ঈদের আগে সবাই বেতন বোনাস পাওয়াতে কেনাকাটা কম করে স্থায়ীভাবে টাকা কাজে লাগাচ্ছে। তারপরও এবার বাজারে ক্রেতা ভালই আছে।

তিনি আরো জানান, এবারের ঈদ বাজারে সব ধরনের ক্রেতাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দাম নিয়ে এখন পর্যন্ত ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো খারাপ সংবাদ পাওয়া যায় নি। দামটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। তাছাড়া বাজারে কেউ কোনো পণ্যের দাম অতিরিক্ত নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসএস/পিআর

আরও পড়ুন