ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় তুচ্ছ ঘটনায় যুবক খুন

প্রকাশিত: ১১:১৮ এএম, ২৮ জুন ২০১৬

বগুড়ার গাবতলীতে তুচ্ছ ঘটনার জের ধরে এক যুবককে খুন করা হয়েছে। নিহত দেলোয়ার হোসেনে (২৮) গাবতলী থানার নারুয়ামালা ইউনিয়নের চক কাতুলী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আলম ও আব্দুল মিয়ার ছোট দুই ছেলের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন বিরোধে জড়িয়ে পড়েন। এসময় আলমের লোকজন আব্দুল মিয়াকে মারপিট শুরু করে। এদৃশ্য দেখে ছেলে দেলোয়ার বাবাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করে।

পরে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলানো হচ্ছে বলেও জানান তিনি।

এআরএ/এবিএস