মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে : আহত ১০
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় যত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসের বাম পাশে বসা মহিলাদের সঙ্গে চালকের আলাপকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এছাড়া বাসচালককে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার অভিযোগ করেছেন যাত্রীরা।
বাসের যাত্রী আলম বলেন, অন্য একটা গাড়ি মুখোমুখি চলে আসায় গাড়ি বাম দিকে নেয়ার সময় বাসটি খাদে পড়ে যায়।
অপর এক যাত্রী আলী আকবর ক্ষোভ প্রকাশ করে বলেন, চালক যদি সাইডে বসে মহিলাদের সঙ্গে কথা বলে তাহলে এমন দুর্ঘটনাতো হতেই পারে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত অফিসার আক্তার হোসেন বলেন, কিছু যাত্রী আহত হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসটি। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছি।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মনিরুজ্জামান ফকির জানন, এ ঘটনায় কেউ নিহত হয়নি। তবে একাধিক লোক আহত হয়েছে। ঘটনাটি শুনে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তাৎপরতা চালিয়েছে।
নাসিরুল হক/এফএ/আরআইপি