নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নজিপুর-সাপাহার সড়কের মাহমুদপুর ফরেস্ট মোড়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জাহাঙ্গীরাপাড়া এলাকার নজর আলীর ছেলে নূর ইসলাম (৫৭) এবং একই উপজেলার বাগমার গ্রামের মোহাম্মদীর ছেলে অটোরিকশাচালক আফজাল হোসেন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সাপাহার থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে পত্নীতলার নজিপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নজিপুর-সাপাহার সড়কের মাহমুদপুর ফরেস্ট মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নূর ইসলাম ও আফজাল হোসেনের মৃত্যু হয়।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না