অস্ত্রের মুখে ব্যবসায়ীর টাকা ছিনতাই : আটক ১
প্রতীকী ছবি
পুরাতন সাতক্ষীরার কুলিনপাড়া রাস্তায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে টাকা ছিনতাই করেছে ছাত্রলীগ নেতাকর্মী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় ইলিয়াছ আলী নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনায় আহত পুরাতন সাতক্ষীরার পূর্বপাড়া এলাকার আব্দুল করিম সরদার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, গত এক সপ্তাহ আগে পৌর এলাকার আজহারুল ইসলামের ছেলে ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বলে, ঘেরে মাছ ছাড়তে গেলে চাঁদা দিতে হবে।
তারপর থেকে দলবল নিয়ে বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছিল। রাতে ঘের থেকে বাড়ি ফেরার সময় মেহেদী হাসান, ইলিয়াস, রকি, বজলুসহ অজ্ঞাত ৫/৬ জন অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসিব জাগো নিউজকে জানান, জজ কোর্টের অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহর মাধ্যমে ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াস নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪