সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ৯ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার মালিকদের থেকে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটির চিমনি, কাঁচা ইট ধ্বংস ও প্রত্যেক ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে জানান, মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ, মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার, মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার, মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার, মেসার্স শিমু অরিন ব্রিকসকে ৩ লাখ, মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ ও মেসার্স তালুকদার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এনএইচআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ২ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৩ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী
- ৪ মাগুরায় বেড়েছে শীতের তীব্রতা, ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- ৫ বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা