রাজবাড়ীতে তুলার কারখানায় আগুন দেওয়ার অভিযোগ
রাজবাড়ী পৌর শহরের ছোট নূরপুর এলাকায় একটি তুলা উৎপাদনকারী কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে কারখানাটির মেশিন ও মালামালসহ অন্তত ৫০ লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে দাবি মালিকপক্ষের।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে ওই এলাকার ‘এনকে এন্টারপ্রাইজ’ নামে কারখানায় এই ঘটনা ঘটে।
কারখানার মালিক মো. এমরান হোসাইন কাজল অভিযোগ করেন, কারখানায় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। আমার ধারণা, পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা এই আগুন ধরিয়ে দিয়েছে। তবে কারও সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল না বলেও তিনি জানান। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার সন্ধ্যায়ও সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার কিছু স্থানে ধোঁয়া বের হচ্ছে। কারখানাটিতে গারমেন্টসের ঝুট (ওয়েস্টেজ) রিসাইক্লিং করে তুলা ও টিস্যুর উপাদান প্রস্তুত করা হতো। আগুনে তুলা উৎপাদনের ৩টি অটো মেশিন, বিপুল পরিমাণ ঝুট কাপড়, রক্ষিত শিমুল তুলা এবং কারখানার স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০-২৫ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন।

এমরান হোসাইন কাজল জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় ৪ ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এখানে ২০/২৫ জন শ্রমিক কর্মরত ছিল।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, তদন্ত সাপেক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রুবেলুর রহমান/কেএইচকে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী