ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

মানিকগঞ্জের আরিচাঘাট এলাকায় টার্মিনালে বিআইডব্লিউটিএ’র নতুন নির্মিত গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবালয় উপজেলার ট্রাক টার্মিনালে নবনির্মিত বিআইডব্লিউটিএর মালামাল রাখার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ গোডাউনের ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আরিচাঘাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় দেয়াল চাপা পড়ে তিন পথচারী আহত হয়। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাশের দেয়াল চাপা পড়ে তিন পথচারী আহত হয়। তাদের উদ্ধার করে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

মো. সজল আলী/এনএইচআর