ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: আদিলুর রহমান খান

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: আদিলুর রহমান খান

তিনি আরও বলেন, গত ১৫ বছর ছিল ফ্যাসিবাদ। এসময় বাংলাদেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে।

এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এএসএম