রাসেলকে বাঁচাতে এগিয়ে আসুন
`আমি পড়াশুনা করতে পারি নাই। তাই আমার রাসেলরে পড়ায়ে মানুষের মতো মানুষ করতে চাইছিলাম। কিন্তু ওর পেটের টিউমারটা ওরে শেষ কইরে দিচ্ছে। আমার চেলেডার ভাল মেধা আছিল, কেউ যদি ওর চিকিৎসা খরচ দিত আমার ছেলেডা বাইচা যাইত।`
এভাবেই নিজের অপারগতা প্রকাশ করলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ভূমিহীন কৃষক সাহরাব হোসেন।
শৈলকুপা উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, রাসেল হোসেন (১২) ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছেলেটা লেখাপড়ায় বেশ ভাল।
রাসেলের মা জানান, আমার ছেলে দূরারোগ্য ব্যাধি পেটের টিউমার ক্যান্সারে আক্রান্ত। সহায় সম্বল বিক্রি করে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। কিন্তু চিকিৎসকরা বলেছেন, তাকে দ্রুত ভারতে নিয়ে অপারেশন করাতে হবে। এতে ৮ লক্ষাধিক টাকা প্রয়োজন। ওর বাবার পক্ষে তা কোনোভাবেই সম্ভব না।
রাসেলকে সাহায্য পাঠানোর ঠিকানা মো. সোহরাব হোসেন, সঞ্চয়ী হিসাব নং-১০০০৭, রূপালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা। সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগত বিকাশ নং ০১৭৫১-৮০৪৬৩২।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস