ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে আটক, প্রতিবাদে দোকানপাট বন্ধ

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬

বরিশালের গৌরনদীতে রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্য ছেলেকে আটক করতে গিয়ে না পেয়ে তার ব্যবসায়ী বাবাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঐ এলাকার দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারে এ ঘটনা ঘটে।

আটক বৃদ্ধ শাহজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বিগত ৩০ বছর ধরে ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলের নৈশপ্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সাদ্দাম বাজারের মুদি ব্যবসায়ী শামীম হাওলাদারের দোকানে বসেছিলেন তার বাবা শাহজাহান হাওলাদার খোকন। এসময় গৌরনদী মডেল থানা পুলিশ শামীমকে গ্রেফতার করতে এসে তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা শাহজাহান হাওলাদার খোকনকে আটক করে নিয়ে যায়।

আটক প্রবীণ ব্যবসায়ীর আরেক ছেলে ফয়সাল হাওলাদার জানান, তার বাবা সাদ্দাম বাজারের পুরোনো ব্যবসায়ী। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে শামীম হাওলাদার যুবলীগের সমর্থক ছিলেন, কিন্তু কোনো পদ-পদবি কিংবা কোনো মামলা নেই। তারপরেও তাকে (শামীম) গ্রেফতার করতে এসে অন্যায়ভাবে বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

ফয়সাল হাওলাদার আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখা তাদের ব্যাপার। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শাওন খান/এমএন/এএসএম