ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষক হত্যাচেষ্টার ঘটনায় আটক খালিদ সাইফুল্লাহর বাসায় তল্লাশি

প্রকাশিত: ১১:৫৬ এএম, ০১ জুলাই ২০১৬

সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় আটক খালিদ সাইফুল্লাহর মাদারীপুরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে এই তল্লাশি চালানো হয়।

আটক সাইফুল্লাহ পরিবারের দাবি, গত সোমবার রাতে ডাসা থানার গোপালপুর বড় মসজিদ থেকে সাদা পোশাকধারী পুলিশ সাইফুল্লাহকে আটক করে নিয়ে যায়। এরপর তার বাবা সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রধান বেলায়েত হোসেন ছেলেকে খুঁজতে বেরিয়ে সেও নিখোঁজ হন।

আটক সাইফুল্লাহ ফরিদপুরের মার্কাজ মাদরাসা থেকে কোরআনে হাফেজ পড়াশোনা শেষ করে গোপালপুর বড় মসজিদে মুসুল্লিদের তারাবি নামাজ পড়াতেন।

এদিকে, এই বিষয়ে মাদারীপুর থানার পুলিশের সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সাইফুল্লাহ আটকের পর থেকে মাদারীপুর পুলিশ তা অস্বীকার করে আসছে।

এ কে এম নাসিরুল হক/এআরএ/এমএস