সাতক্ষীরায় পুরোহিত হত্যা চেষ্টায় জামায়াত জড়িত : পুলিশ
সাতক্ষীরায় মন্দিরের পুরোহিত ভবসিন্দুকে কুপিয়ে হত্যার চেষ্টায় জামায়াত-শিবির জড়িত বলে মন্তব্য করেছেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামান।
মন্দিরের পুরোহিতকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা জানার পর শনিবার সকালে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন পুরোহিত ভবসিন্দুর খোঁজ-খবর নেওয়ার পর এসব কথা বলেন।
তিনি বলেন, দুই চৌকিদারকে বেঁধে পুরোহিতকে নির্মমভাবে কোপানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা পরিষ্কার। যে গোষ্ঠী বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে উঠে পেড়ে লেগেছে। এটা একটি চিহ্নিত গোষ্ঠী। জামায়াত-শিবিরের দোসর ছাড়া অন্য কেউ এ কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে না।
তিনি আরও বলেন, ২০১৩ সাল থেকে তারা সাতক্ষীরায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। মানুষকে পুড়িয়ে মেরেছে, বাড়িঘর পুড়িয়েছে, লুটপাট করেছে। জঘণ্যভাবে মানুষকে হত্যা করেছে। এখন তারা নতুনভাবে মাঠে নেমেছে। তারা প্রমাণ করতে চাই বাংলাদেশটা অন্য ধর্মাবলম্বীদের জন্য না।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশ পুলিশ যথেষ্ট সমর্থ। আমরা আশা করি এর শিকড় উপছে ফেলবো।
উল্লেখ্য, শনিবার ভোর রাত ৪টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরে ঘুমন্ত পুরোহিত ভবসিন্দু বরকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪