ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক শিবির নেতা পারভেজ

প্রকাশিত: ০৮:২১ এএম, ০২ জুলাই ২০১৬

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক ইবনুল ইসলাম পারভেজ (২৯) শিবির নেতা বলে জানা গেছে। শুক্রবার রাত ৩টার দিকে উত্তর কাস্টসাগরা গ্রামের রাধামদন মঠের একটু দূরে মধুপুর কবরস্থানের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত পারভেজ ঝিনাইদহ শহরের বনানীপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঝিনাইদহ শহর শিবিরের সাবেক সভাপতি ছিলেন।

‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই কনস্টেবল আরিফ ও সামান্ত কুমার আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ছোরা, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করেছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। পুলিশের টহল যানটি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের মধুপুর কবরস্থানের কাছে পৌঁছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশ লক্ষ্য করে গুলি চালায়।

আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় অজ্ঞাতনামা এক যুবক নিহত হন। পরে হাসপাতালে গিয়ে মরদেহটি শিবির নেতা পারভেজের বলে তার স্বজনরা শনাক্ত করে।

এদিকে নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, গত ১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নম্বর রোডের ১১ নম্বর বাসার ছয়তলা থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় পারভেজকে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি

আরও পড়ুন