ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে ভাইরাসযুক্ত চিংড়ি পোনা জব্দ

প্রকাশিত: ০৯:১২ এএম, ০৩ জুলাই ২০১৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা নিম্নমানের ভাইরাসযুক্ত চিংড়ি পোনা জব্দ করেছে বিজিবি।

রোববার ভোর ৫টার দিকে হাজামন মোড় এলাকা থেকে ৩টি ইঞ্জিনচালিত ভ্যান থেকে বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়। তবে পোনার মালিক আবুল কাশেম সরদারের ছেলে আলফা ও তার সহযোগী আলিমকে আটক করতে পারেনি বিজিবি।

সাতক্ষীরার ৩৮ বিজিবির ভোমরা ক্যাম্পের গোয়েন্দা সদস্য আব্দুল করিম জানান, তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা এ বিপুল পরিমাণ গলদা চিংড়ির পোনা জব্দ করেছেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানি ও ভ্যানচালকরা পালিয়ে যায়।

জানা গেছে, দেবহাটা উপজেলার কুলিয়া এলাকা ভারত থেকে নিয়ে আসা ভাইরাসযুক্ত এই চিংড়ি পোনার বাজার। প্রতি হাজার পোনা ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয় খুলনার দাকোপ, বটিয়াঘাটা, রূপসা, বাগেরহাট, ডুমুরিয়াসহ বিভিন্ন অঞ্চলের ঘের ব্যবসায়ীদের কাছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর