ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে চলছে বিএনপির হরতাল

প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৫ জানুয়ারি ২০১৫

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় বিএনপির ডাকে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। উত্তর জেলা বিএনপির আহবায়ক লায়ন আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

উত্তর জেলা যুবদল ও ছাত্রদল সোমবার রাত ৯টার দিকে হরতালের ঘোষণা দেয়। এরপর চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলায় হরতালের ডাক দেয় বিএনপি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মো. মারুফ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।