ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৩ জুলাই ২০১৬

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে ভিমরুলের কামড়ে সালমা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

শনিবার বিকেলে বাড়ির পাশে বাঁশঝাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে সালমা খেলতে যায়। এসময় এক শিশু বাঁশঝাড়ে ঝুলে থাকা ভিমরুলের চাকে ঢিল ছুড়ে মারলে কয়েকটি ভিমরুল ছুটে এসে সালমাকে কামড় দেয়। এতে সালমা গুরুতর আহত হয়।

পরে তাকে অসুস্থ অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর বাড়িতে নেয়া হলে রোববার ভোরে তার মৃত্যু হয়।

রামচন্দ্রপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

অমিত দাশ/এআরএ/পিআর