দিনাজপুরে স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যা
দিনাজপুরে স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যা করেছে এক ঘাতক। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশকে সোপর্দ করেছে। রোবাবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম বকুল আকতার (২৭) ও তার ছেলে বিজন বাবু (৪)। তারা সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের ৪নং ওযার্ডের দক্ষিণ জয়দেবপুর গ্রামের সহরাফ আলী সরকারের স্ত্রী ও ছেলে।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিতেন্দ্রনাথ জানান, রোববার রাত ১২টার দিকে সহরাফ আলী মাদক সেবন করে বাড়িতে ফিরে তার স্ত্রী বকুল আকতারের সঙ্গে অকারণে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে নেশার ঘরে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রীকে পরে ছেলে সন্তানকে গলাকেটে হত্যা করে। এসময় এলাকার লোকজন এসে সহরাফকে আটক করে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সহরাফকে গ্রেফতার করে থানায় নেয়।
১০নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল জানান, প্রায় ৫ বছর আগে তারা প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী- স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার রাতে সহরাফ আলী সরকার নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করে এসে অকারণে স্ত্রীকে মারধর শুরু করে। এক পর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা করে।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি