ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালপুরে আ. লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ জুলাই ২০১৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গনিপুর গ্রামের আব্দুল আজিজ নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশি দুই ভাই। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে গোপালপুন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, রোপা আমন চারা ক্ষেতে গরু যাওয়ার ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল আজিজকে একই গ্রামের আজগর আলী ও তার ভাই জুলহাস উদ্দীন মারপিট করলে তার মৃত্যু হয়।
 
ঘটনার পর গ্রামবাসী ওই দুই ভাই আজগর ও জুলহাসকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস