ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে আগুন

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহতের ঘটনায় ডাকা হরতালে জেলার চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ধোবরা নামক স্থানে দুটি খালি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

মঙ্গলবার ভোর ৪টার এ ঘটনায় ট্রাক দুটির একটি ভস্মীভূত হয় এবং অপরটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়া কানসাটে জারিকৃত ১৪৪ ধারা মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তিনি জানান, হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একমাত্র শিবগঞ্জ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অধিকাংশ দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত খোলা রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার অভাবে সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আনা নেওয়া বন্ধ রয়েছে।

এর আগে গতকাল সোমবার জেলার শিবগঞ্জের কানসাটে পুলিশের সঙ্গে জামায়াত-বিএনপির সংঘর্ষে পুলিশের গুলিতে জমশেদ (৪৮) নামে এক বিএনপি কর্মী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে বিএনপি মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়।