ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৫ জুলাই ২০১৬

জয়পুরহাটের পাকারমাথা বেলতলী ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাজু সরকার (২৫) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজু সরকার নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের আসাদ আলীর ছেলে।

আহত সাজু সরকারকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হয়।

জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল জানান, জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাকারমাথা বেলতলী ব্রিজের কাছে কয়েক দিন ধরে রাতে ছিনতাই ও ডাকাতি হচ্ছিল। এ লক্ষে মঙ্গলবার ভোর রাতে পুলিশ যাত্রী বেশে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে ওই স্থানে পৌঁছলে ৪/৫ জনের একদল ডাকাত তাদের গতিরোধ করে। এসময় ডাকাতরা পুলিশকে দেখতে পেয়ে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাজু নামে একাধিক ডাকাতি মামলার আসামিকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

রাশেদুজ্জামান/এআরএ/পিআর