ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে সাফিউল ইসলাম শাকিল (২৩) নামে এক যুবককে হত্যা তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালু থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কম্ফিট অ্যান্ড কম্পোজিট মিল এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো শাকিল শুক্রবার সকাল ৯টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালুতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা নুরু মিয়া। পরে তিনি পুলিশে খবর দিলে থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

শাকিলের ভাই মোজাফ্ফর হোসেন জানান, শুক্রবার সকালে প্রতিদিনের মতো তার ভাই ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। দিন শেষে বাসায় না ফেরায় রাত ১০টার দিকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে তারা থানায় সাধারণ ডায়রি করেন। দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে তাদের খবর দেন বলে তিনি জানান।

এ বিষয়ে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম