গাছের সঙ্গে ধাক্কা লেগে সুপারভাইজার নিহত
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ঈগল পরিবহনের বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে সুপারভাইজার রফিকুল অালম নুরু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয়জন।
বুধবার ভোরে এই ঘটনা ঘটে। অাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খানাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ইমদাদুল্লা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনার শিকার হয়।
রুবেলুর রহমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান