ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ইন্তেকাল

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৮ জুলাই ২০১৬

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুকুর চৌধুরী (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, দুই বোন, স্ত্রী ও এক ছেলে সন্তানকে রেখে গেছেন।

শনিবার দুপুর ২টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এবং বাদ আসর গ্রামের বাড়ি চিরিরবন্দর উপজেলার ভিয়াইল খেড়কাটি গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে বাবা মিজানুর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু জানান, বৃহস্পতিবার ঈদের দিন রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে মুকুর চৌধুরীকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুত্রবার পৌনে ৩টায় হেলিকপ্টার যোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে তিনি সন্ধ্যা ৬টার দিকে মারা যান। তার মৃত্যুতে জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।

মুকুর চৌধুরীর মা ইয়াসমিন জামান একজন শিশু সংগঠক ও লেখক। তিনি জানান, পারিবারিক গোরস্থানে বাবার পাশেই শায়িত করা হবে একমাত্র ছেলেকে।

এমদাদুল হক মিলন/এআরএ/এমএস