শোলাকিয়ায় আটক হামলাকারী শফিউলের চাচাতো ভাই গ্রেফতার
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার ঘটনায় আটক হামলাকারী শফিউল ইসলাম সোহানের চাচাতো ভাই এলামুল হককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এনামুল হক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, ২০১৪ সালে ৯ এপ্রিল ঘোড়াঘাট উপজেলা পরিষদ (ওসমানপুর) আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫১ জনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
ওই মামলার এজাহারভুক্ত আসামি শোলাকিয়ায় আটক ঘোড়াঘাটের শফিউল ইসলাম সোহানের বাবা আব্দুল হাই। জামিন না নিয়ে অদজও পলাতক রয়েছে আব্দুল হাই। তবে আব্দুল হাইয়ের ছেলে শোলাকিয়ায় আটক হয়েছেন কি-না এটি আমার জানা নেই।
এ ব্যাপারে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ জানান, শোলাকিয়ার হামলায় জড়িত মো. শফিউল ইসলাম সোহানের বিষয়ে কিছু তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তার চাচাতো ভাই এলামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার শোলাকিয়ায় হামলার ঘটনায় জড়িত অভিযোগে শফিউল ইসলাম সোহানকে আটক করা হয়।
এমদাদুল হক মিলন/এআরএ/জেএইচ