ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৮ জুলাই ২০১৬

মাদারীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- উজ্জ্বল খলিফা (৩৯) ও কালকিনি উপজেলায় খালেক মাতুব্বর (৫৫)। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় উজ্জল খলিফা ও যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় আহত খালেক মাতুব্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনায় ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- লাভলু (২৩), খালেক (৫৫), মোয়াজ্জেম (৫০), অপু (১৫), মানিক (৪৫) ও সজল (২৬)। আহতদের ফরিদপুর ও খুলনা মেডিকেল হাসাপাতলে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, দারীপুর থেকে ভুরঘাটাগামী লোকাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ম্যালকাই পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় আহত হয় অন্তত ৩৫ জন।

ডাসার থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বাসটিতে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয় ও গুরতর আহত থাকায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর সদর হাসপাতাল, ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শিবচর থানা পুলিশ জানায়, দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুর বাজার এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল দুই আরোহী রাস্তায় দাড়িয়ে থাকা পথচারী উজ্জল খলিফাকে ধাক্কা দেয়।  এতে সে গুরুতর আহত হন। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জল পাঁচ্চরের বাহের চর গ্রামের বাবুল খলিফার ছেলে।

এ কে এম নাসিরুল হক/জেএইচ