ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত

প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৮ জুলাই ২০১৬

মানিকগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

শুক্রবার মধ্যরাতে ঢাকা- আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, গাবতলী থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রী বাসের সঙ্গে বিপরীতমুখী সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুই চালক।

আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে ১৩ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বি.এম খোরশেদ/জেএইচ